Tips and Tricks | কম্পিউটার গতিশীল করার টিপস & ট্রিক্স


কম্পিউটার গতিশীল করার টিপস & ট্রিক্স


কম্পিউটার গতিশীল করতে কম্পিউটার টিপস & ট্রিক্স
১। GO - RUN  – tree লিখে এন্টার করুন।
২। GO - RUN  – prefetch লিখে এন্টার করুন।( একটা নতুন উইন্ডো আসবে সব ফোল্ডার এবং ফাইল ডিলিট করুন।
৩। GO - RUN  – temp লি খে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
৪। GO - RUN  – %temp% লিখে এন্টার করুন। এখন টেম্পোরারী ফাইল গুলো ডিলিট করুন।
৫।প্রতিটা ড্রাইভের উপর মাউসের রাইট বাটুন ক্লিক করুন তারপুর প্রপারট্রিজ এ ক্লিক করুন ডিস্ক ক্লিনআপ এ ক্লিক করুন। আশা করি আপনার কম্পিটার এ অনেক গতি বেড়ে যাবে। পুরাতন কম্পিউটার এর জন্য বেশী কার্যকরী।
৬।Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে ডান বাটনে ক্লিক করে Task Manager খুলুন।তারপর Processes-এ ক্লিক করুন। অনেকগুলো প্রোগ্রাম-এর তালিকা দেখতে পাবেন। এর মধ্যে বর্তমানে যে প্রোগ্রামগুলো কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দেন। যদি ভুল করে কোনো প্রোগ্রাম বন্ধ করে দেন এবং এতে যদি অপারেটিং সিস্টেম এর কোন সমস্যা হয় তাহলে কম্পিউটার রিস্টার্ট করুন।
৭।প্রতি সপ্তাহ একবার আপনার hard drive Defragment এবং disk cleanup করুন।
(a. click start – all programs – accessori – system utility – Defragment drive utility
b. click start – all programs – accessori – disk cleanup)
৮। পিসি পুরো বুট না হওয়া পযর্ন্ত কোন application open করা ঠিক না।
।ডেস্কটপ wallpaper হিসেবে very large file size image ব্যবহার হতে বিরত থাকুন। ডেস্কটপে অতিরিক্ত shortcuts রাখবেননা। আপনি জানেন কি ডেস্কটপে ব্যবহৃত প্রতিটি shortcut up to 500 bytes of RAM ব্যবহার করে।
১০।অনেক সময় PC’র র‌্যাম কম থাকলে PC slow হয়ে যায়। ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়। এর জন্য- My Computer এ মাউস রেখে right button ক্লিক করে properties-e যান। এখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুন। আবার advance -এ ক্লিক করুন। এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size ও Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুন। তবে Initial size এ আপনার PC’র র‌্যাম দ্বিগুণ এবং Maximum size এ র‌্যাম চারগুন দিলে ভাল হয়।
১২।যে কোন application close করার পর আপনার desktop F5 চেপে refresh করে নিন, যা আপনার পিসির RAM হতে unused files remove করবে।

No comments

Powered by Blogger.