English Grammar _বাক্য (SENTENCE) | types of sentence



বাক্য (Sentence)



Sentence, kind of sentence
Sentence, rokomaricare


Definition:
A sentence is a word or group of words that must expresses a complete idea or sense or meaning and that may consists of a subject and a verb.

যে শব্দ বা শব্দ সমষ্টি দ্বারা সম্পূর্ণ অর্থ প্রকাশ পায় এবং যা সাধারণত কর্তা এবং ক্রিয়া দ্বারা গঠিত তাকে sentence বা বাক্য বলা হয় ।
Or

A word or a group of words having a clear meaning in a given context is called a sentence.
কোনও একটি শব্দ বা শব্দসমষ্টি একটি নির্দিষ্ট প্রসঙ্গে সুস্পষ্ট অর্থ প্রকাশ করে তাকে বাক্য বলা হয়।


Example:

- We practice English everyday.
- He is a good boy.

Basically there are two parts of a sentence: (একটি Sentence এ মূলত দুটি অংশ থাকে)

Subject and Predicate

Subject: A subject of a sentence is a person or thing about which something is said or written.
যে ব্যক্তি বা বস্তু সম্পর্কে কোনকিছু বলা বা লিখা হয় তাকে Subject বা কর্তা বলে ।

Predicate: And the Predicate that says what the Subject does.
যা subject বা কর্তা সম্পর্কে বলে বা করে বা লিখে তাকে Predicate বলা হয় ।
Such as: - We practice English everyday.

In the above exampleWe’ is subject and ‘practice English everyday’ is Predicate.
A sentence usually starts with a subject and then predicate comes.

N. B.: In some case like order, advice or request subject is not mentioned. It is userstood.

Example:
- (You) keep quite.
- (You) Take care of your health.
- (I) thank you very much.

And sometimes sentence starts with the predicate and then subject comes. এবং কখনও কখনও বাক্যটি predicate দিয়ে শুরু হয় এবং subject বিষয় আসে।

Example:
- Long live Bangladesh
- Down went the Titanic.



Kinds of Sentence:

Sentence can be classified into five categories according to the meaning or functions.
They are:-

Sentence (বাক্য এর নাম)                         Example (উদাহরণ)

1. Assertive sentence (বিবৃতি বা বর্ণনামূলক বাক্য)       -    I like it. 
     
2. Interrogative sentence (প্রশ্নবোধক বাক্য)                  -    What is your name?

3. Imperative sentence (অনুজ্ঞাবোধক বা আদেশসূচক বাক্য)  -    Do the sum.

4. Optative sentence (ইচ্ছাসূচক বাক্য)                     -    May God bless you.

5. Exclamatory sentence (আবেগ বা বিস্ময়সূচক বাক্য)           -    How nice you are!




ASSERTIVE SENTENCE (বর্ণনামূলক বাক্য)

An assertive sentence is a simple/general statement or assertion, either affirmative or negative.
কোনো সাধারণ বিবৃতি বা বক্তব্যকে Assertive Sentence (বিবৃতিমূলক বাক্য) বলে।
Or
যে Sentence verb দিয়ে শুরু হয় না এবং যে Sentence এ May, Long বা চিহ্ন বা ! চিহ্ন থাকে নাসেটাই Assertive Sentence.

Pattern:
Subject + verb + object/complement/adverb/adjective
Example:
-English is an International Language. (Affirmative)
-We do not do bad things. (Negative)
-Everybody should know English. (Modal auxiliaries)
Details of Assertive Sentence:
যে sentence এ কোন বিবৃতি প্রদান করা হয় তাকে Assertive sentence বলে। অর্থাৎ সাধারণভাবে যে সব কথাবার্তা বলা হয় তা Assertive sentence এর অন্তর্গত।

Assertive sentence আবার দুই প্রকার:
Affirmative sentence (হ্যাঁ বোধক।
Negative sentence (না বোধক।

কয়েকটি Assertive sentence এর উদাহরন অর্থ সহ দেওয়া হলো।

Affirmative (হ্যাঁ- বোধক)বাক্য

1. আমার উদ্দেশ্য তোমাকে সাহায্য করা My aim is to help you.
2. আমি এটা ভেবে দেখব I’ll think about it.
3. সে নিশ্চিত যে কাজটা ঠিক হবে He is certain that the work will be right.
4. তোমার এটা করা উচিত You should do this.
5. আমি তাকে বিশ্বাস করি I believe him.
6. আমি আমার সাথে আমার বইটি এনেছি I bought my book with me.
7. আজ বাহিরে যাবো I will go out today.
8. আমার মনে হয় আমার সেখানে যাওয়া উচিত I think I should go there.
9. সে ভাল গান গেতে পারে - She can sing well.
10. মেয়েটি খুব বুদ্ধিমান The girl is very intelligent.
11. আমি ভাত খেতে পছন্দ করি I like to eat rice.
12. আমার চা খাওয়ার অভ্যাস আছে I have a habit of drinking tea.
13. আমি তোমাকে সাঁতার শিখাতে পারব I can teach you how to swim.
14. সে নাচতে জানে She knows how to dance.
15. চল, দোকানটিতে যাই Come, let’s go to the shop.
16. সে গতকাল বগুড়ায় গিয়েছে He went to Bogra yesterday.
17. সে কাল আমেরিকায় রওয়ানা হবে He leaves for America tomorrow.
18আমি চাবিটি হারিয়ে ফেলেছি I lost the key.
19. কাল আমার বাড়িতে এস Come to my house tomorrow.
20. তোমার গানটা দারুন হয়েছে Your song was splendid.
21. আমার কলমের কালি শেষ My pen ran out of ink.
22. সব কিছু গুছিয়ে আমি চলে যাব - I’ll go packing all my things.

Negative (না-বোধক) বাক্য

1. আজ অফিসে যাব না I won’t go to the office today.
2. এটা করা সঠিক বলে আমি মনে করি না - I don’t think it is right to do this.
3. তুমি আর এখানে আসবা না You won’t come here anymore.
4. সে রান্না করতে জানে না He doesn’t know how to cook.
5. আমি এটা তাকে করতে দেব না I won’t allow them to do this.
6. আমি তাকে বিশ্বাস করিনি I didn’t trust him.
7. আমি তাকে চিনি না I don’t know him.
8. বাঘেরা সকালে বের হয় না -The tigers don’t come out in the morning.
9. ছবিটা সুন্দর না The Picture isn’t pretty.
10. যন্ত্রটা চলছে না The machine is not working.
11. আমি কোনমতেই সেখানে যাব না There is no way I’ll go there.
12. কোন কিছুই আমার মত পাল্টাতে পারবে না Nothing can’t change my decision.
13. সে কথাটা বলেনি He didn’t say the word.
14. তার নিজের উপর আস্থা নেই He doesn’t have confidence on himself.
15. আমি জানতাম না কথাটা I didn’t know the word.
16. আমি চা খাই না I don’t drink tea.
17. সে আর ফিরে আসবে না She won’t come back again.
18. তার কাছে খাতাটা নেই -He doesn’t have the copy/exercise book.
19. সে খেলতে চায় না She doesn’t want to play.
20. মিথ্যা বলা ভাল না -It is not good to tell a lie.
21. কিভাবে যে শুরু করব ভেবে পাচ্ছি না I can’t think of how to start
22. সে ঘোড়ায় চড়বে না He won’t ride a horse.



INTERROGATIVE SENTENCE (প্রশ্নবোধক বাক্য)

যে Sentence এর মাধ্যমে কোন না কোনভাবে প্রশ্ন করা হয় তাকে Interrogative Sentence বলে|
সাধারণত ২ ভাবে কোন Sentence কে Interrogative sentence বা (প্রশ্নবোধক বাক্য)রুপান্তরিত করা যায়

i) Auxiliary Interrogative.

ii) WH- Interrogative.

N.B: An interrogative sentence asks question about a person or thing(s). It always ends with a note of interrogation question mark (?).
i) Auxiliary Interrogative: Auxiliary Verb (helping verbs) কে সামনে এনে যে প্রশ্ন করা হয় তাকে Auxiliary Interrogative বলে|

Beginning with helping verbs (am, is, are, was, were, have, has, had) or modal auxiliaries (shall, should, will, would, can, could, may, might, etc.).
Example:
- Do you have your assignment ready?
- Does he speak English?
- Did she work abroad?
- Should I go there?
- Can you hear the sound?
- Don’t you want any food? (Negative)

ii) WH- Interrogative: যে কোন একটি Wh-word কে সামনে এনে যে প্রশ্ন করা হয় তাকে WH- Interrogative বলে।

Beginning with some specific words like who, which, what, when, where, why, how, whom, how much, how many, etc. [These are known as ‘WH’ questions.]
Example:
- How is your business going on?
- Who are you?
- What is the matter?
- What are you expecting from me?
- What time is it now?
- Which book do you like?
- How many people have died there?
Interrogative Sentence গঠন প্রক্রিয়াঃ

যেহেতু কোন প্রশ্ন জিজ্ঞেস করলে তাকে Interrogative sentence বলা হয়।তাই Interrogative sentence এর পরে subject বসে। Verb ‘To be’ এবং ‘To have’ ব্যতীত Present Indefinite Tense এ Do / Does এবং Past Indefinite Tense এ Did এই Auxiliary verb গুলির সাহায্যে Interrogative Sentence গঠিত হয়।

কিছু Interrogative Sentence এর উদাহারনঃ

1. বাজে জিনিস পড়ে সময় নষ্ট কর কেন? - Why do you waste time in reading trash?
2. সেকি তোমাকে ইহা বলে নাই? - Didn’t he tell you this?
3. তুমি কি করছিলে? - What were you doing?
4. কেকটি কি তুমি বানিয়েছ? - Did you make this cake?
5. তুমি কি আজ উঠবে না? - Won’t you get up today?
6. আপনি কেন ব্যাস্ত হচ্ছেন? - Why do you bother? (হোয়াই ডু ইউ বদার?)
7. তুমি গতকাল মার্কেটে গিয়েছিলে, যাওনি? - You went to the market yesterday, didn’t you? 
8. আকাশ মেঘে ঢাকা, তাই না? - The sky is clouded, isn’t it?
9. তুমি কি সারাক্ষণ বাইরে ছিলে? - Were you out the whole time?.
10. কয়টা বাজে? - What time is it?
11. তুমি সেখানে কি করছিলে? - What were you doing there?
12. তুমি কি তোমার গাছ গুলো ছাঁটতেছিলে? - Were you pruning your plants?
13. তুমি তোমার গাছে পানি দিয়েছ? - Did you water your plants?
14. দিনটা খুব সুন্দর তাই না? - The day is very wonderful, isn’t it?
15. তোমাকে দিয়ে কি কাজ টি হবে? - Will the work be done by you?
16. সে কি বাঁশি বাজাতে পারে? - can she the flute?
17. তুমি কি জানালাটা বন্ধ করতে পারবে? - Can you close the window?
18. তারা কি বন্ধু? - Are they friends?
19. বই টা তোমার সাথে ছিল না? - Wasn’t the book with you?
20. তুমি কেন কালকে চলে গিয়েছিলে? - Why did you go yesterday?
21. তুমি কাকে খুজতেছ? - Whom are you looking for?

22. সেকি তাকে সাহায্য করেছিল? - Did he help him?

IMPERATIVE SENTENCE (অনুজ্ঞা বা আদেশসূচক বাক্য)


Imperative Sentence: যে sentence দ্বারা কোন আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ ইত্যাদি প্রদান করা হয় তাকে Imperative Sentence বলে।

A sentence that expresses a request, command, order, advice, suggestion, etc. is an imperative sentence.

Or

যে Sentence verb বা  please বা would you please দিয়ে শুরু হয় সেটাই Imperative Sentence. 
 Sentence  Subject উহ্য থাকে।

Pattern:

Subject (Invisible) + verb + object / where

Example:

- Take care of you.
- Give me the pen.
- Do it now.
- Be honest.
- Come here
- Never tell a lie
- Do not laugh at other's helplessness.
- Let him go there.
Caution: You must do your duty. (It is an assertive sentence, not an imperative sentence.)

N.B: Imperative sentence এ Second person উহ্য থাকে।

কিছু Imperative Sentence এর উদাহারন

1. কথা বলার দক্ষতা কে উন্নত করার চেষ্টা কর - Try to improve your speaking skills.
2. মরিচ গুলো রোদে দাও। Put the chillies in the sun.
3. ছবি টি রং কর। Paint the picture.
4. আমার মাথা হালকা করে টিপে দাও। Massage my head gently.
5. তাকে দেখামাত্র সংবাদটি দিবে। As soon as you see him, convery the news to him.
6. বুদ্ধি খাটাও। Use your intelligence.
7. টুকরাটার উপর মাখন মাখাও। Butter the slice.
8. নিজের কাজ কর। Mind your own business.
9. আরাম করে বস। Be seated at ease.
10. কম খাও বেশী চিবাও। Eat less munch well.
11. বাসি খাবার খেও না। Don’t eat stale food.
12. এই কু-অভ্যাস ত্যাগ কর। Give up this bad habit.
13. মুখ সামলায় কথা বল। Hold your tongue.
14. ভেবে চিন্তে বল। Think before you speak.
15. গ্লাসে আর একটু পানি দাও।- Pour some more water in to the glass.
16. ভালো শ্রোতা হও। Be a good listener.
17. মিথ্যা কথা বন্ধ কর। Stop telling lies.
18. তোমার মুখে ফুল চন্দন পড়ুক। Blessed be your tongue.
19. ঘুষ খাওয়া বন্ধ কর। Stop taking bribe.
20. দশ টাকার নোট খানা ভাঙাও। Cash this ten-taka note.
21. ও কথা রেখে দাও। Let that matter drop.
22. আমার সাথে সাথে চলো। Keep pace with me.
23. সব ব্যবস্থা করে রেখ। Keep everything ready.
24. অহংকারী হবে না। Don’t get egoist.
25. কুতর্ক কোরো না। Don’t argue unnecessarily.
26. বিড় বিড় করে কথা বল না। Don’t mumble. (ডোন্ট মাম্বল)
27. প্রসন্ন ও হাস্য পরিহাস প্রিয় হও।- Be cheerful and good humored.
28. নিষ্ঠাহীন হবে না। Don’t be insincere.
29. সব সময় মনে রাখবে ভাল কাজ করার কথা। Always remember to do good deeds.
30. জ্ঞান পিপাসু হতে শিখ। Learn to be a lover of knowledge.
31. অবাধ্য হয়ো না। Don’t be impudent.
32. কাজটা তাড়াতাড়ি শেষ কর। Do the work quickly.
33. চল খেলতে যাই। Let’s go to play.
34. অংকটি কর।- Do the sum.
35.  ঝগড়া করিও না।- Don’t quarrel.

OPTATIVE SENTENCE (ইচ্ছাসূচক বাক্য)

Optative Sentence: যে sentence দ্বারা ইচ্ছা, প্রার্থনা বুঝায় তাকে Optative Sentence বলে।
Wish, desire, prayer, etc. are expressed by the Optative sentence.
Or

যে Sentence এ May, Long, wish ও Pray থাকে সেটাই Optative Sentence.
Pattern:
May + Assertive
 sentence

Example:
- May you live long.
- May Allah bless you.
- Long live our parents.
- Wish you all the best.
- Long live Bangladesh. (Can be formed without ‘may’)

ইচ্ছা, আবেগ, অনুভূতি প্রকাশ করতে হলে Optative sentence ব্যবহৃত হয়। সাধারণত Optative sentence, May দিয়ে আরম্ভ করতে হয়। অনেক সময় May উহ্য থাকে।

কিছু Optative Sentence এর উদাহারন

1. আলাহ তোমার মঙ্গল করুন। May Allah bless you.
2. তাহার আত্মার শান্তি হোক। May his soul rest in peace.
3. তাহার সর্বনাশ হোক। May ruin overtake him.
4. আমার মা যদি বেঁচে থাকতেন। Would that my mother were alive.
5. তুমি জীবনে সুখী হও।- May you be happy in life.
6. আশা করি তার উন্নতি হোক। Wish he would prosper.
7. যদি জানতাম।- If I only knew.
8. সেই কাজে সফল হও আশা করি। Wish you succeed in that work.
9. ভাল থেক। May you stay well.
10. আমি যদি সেটা বুঝতে পারতাম। If only I understood that.
11. আমি যদি তাকে চিনতে পারতাম। If only I recognised him.
12. ভালো মত পরীক্ষা দিও। May you do well in your exam.
13. আশা করি ভাল আছ। Hope you are well.
14. আলাহ তোমায় সুখে রাখুন। May Allah keep you in peace.
15. যদি আমার আশা পূরণ হত। Would that my wish was fulfilled.
16. কোন বাঁধা বিপত্তিই তোমাকে ঠেকাতে যেন না পারে। No hardships may slow you.
17. আশা করি সব কিছু ঠিকঠাক মতই হবে। Hope everything will work out well.
18. তার সব কিছ শুভ হউক।- I wish her all the best

EXCLAMATORY SENTENCE -আবেগ বা বিস্ময়সূচক বাক্য

Exclamatory Sentence: Exclamatory sentence- বিস্ময়, দুঃখ, আনন্দ, বিরক্তি, ক্রোধ, অভিলাষ ইত্যাদি বুঝাতে Exclamatory sentence ব্যবহৃত হয়। এতে Verb, subject এর পরে বসে। অনেক সময় Verb উহ্যও থাকে।

Exclamatory is a sentence which expresses strong/sudden feeling or emotion like surprise, pain, delight, anger, disgust, etc.

Or

যে Sentence এর মাধ্যমে আমরা আমাদের মনের আবেগ প্রকাশ করি। এই আবেগ হতে পারে আনন্দের ও
দঃখের। সেই Sentence কেই Exclamatory Sentence বলে।

Pattern:
Alas/ Hurrah/ Bravo/ What/ How etc. + Others

Example:

- Hurrah! Our cricket team has won the series.
- Alas! He has failed the competition.
- Bravo! You have done a great job.
- What a talented girl she is!
- How sweetly the cuckoo sings!
- What a wonderful land Bangladesh is!
- Were I a Super Hero!
- What a terrible storm it is!
- What an idea!
- Put that down now!
- Leave the package at the door.
- Walk softly, please.

কিছু Exclamatory Sentence এর উদাহারন

1. কি আক্ষেপের বিষয়! What a pity!
2. তোমায় ধিক! Shame on you!
3. কিরুপ নিপুণতার সহিত সে ব্যাপারটির সমাধান করল! -  How skillfully he managed the matter!
4. ছি! তুমি একজন মিথ্যাবাদী। - Fie! You are a liar!
5. চুপ কেউ আসছে। Hush! Somebody is coming!
6. হায়! ভিক্ষুকটি মারা গেছে। Alas! The beggar is dead!
7. ছবিটি কি সুন্দর! What a beautiful picture!
8. আমরা জয়ী হয়েছি! We won!
9. সংবাদটা অত্যন্ত দুঃখের! The news is very sad!
10. হায়! পাত্রটি ভেঙ্গে গিয়েছে। Alas! The vessel is broken!


STRUCTURE OF  SENTENCE
According to structure, sentences are of three types.
গঠন ভেদে ইংরেজি ভাষায় Sentence তিন প্রকার। যথা –
I. Simple Sentence. (সরল বাক্য)
II. Complex Sentence. (যৌগিক বাক্য)
III. Compound Sentence. (জটিল বাক্য)

I. Simple Sentence (সরল বাক্য) : যে সকল বাক্যে একটি মাত্র Subject or object এবং একটিমাত্র সমাপিকা ক্রিয়া (finite verb) থাকে তাকেই Simple sentence বা সরল বাক্য বলে। এ ছাড়া Simple sentence, In spite of, Because of, Being ইত্যাদির সাহায্যে গঠিত হয়।
I read a book.
N.B. সমাপিকা ক্রিয়ার Object থাকে কিন্তু অসমাপিকা ক্রিয়ার Object থাকে না। অর্থাৎ সমাপিকা ক্রিয়া সম্পূর্ণ অর্থ প্রকাশ করতে পারে কিন্তু অসমাপিকা ক্রিয়া সম্পুর্ন অর্থ প্রকাশ করতে পারে না।
I read a book.- সমাপিকা ক্রিয়া
I read.- অসমাপিকা ক্রিয়া
Simple sentence is structured with only one subject and one finite verb.
Simple sentence has only one independent clause.
A Clause is a sentence or a part of a sentence, and it may be dependent or independent.
E.g., “He hates me” is a sentence, which has only one clause. “He hates me, and I hate him too” is also a sentence and it has two clauses; one is “He hates me,” and another is “I hate him too.” These two clauses are joined together by a conjunction ‘and.'
Pattern:
Subject + finite verb + complement
Example:
- Bangladesh is a populated country
- Life is not a bed of roses
- Cox’s Bazar is the largest sea-beach in the world.
- Human is the superior in this planet.

II. Complex Sentence: যে Sentence এ একটি মাত্র principal clause এবং এক বা একাধিক subordinate clause থাকে, তাকে Complex sentence বলে।  
A sentence consisting of one principal clause and one or more sub-ordinate clause(s) is a complex sentence.
Or
যে সকল বাক্যে একটি প্রধান খন্ড বাক্য থাকে এবং তার উপর আশ্রয় বা অবলম্বন করে আরও এক বা একাধিক খন্ড বাক্য থাকে তাকেই Complex sentence জটিল বাক্য বা মিশ্র বাক্য বলে।
Example:
His brother died when he was seven years old.
His mother died (Main clause)
When (subordinating conjunction)
- If you work hard, you will shine in life. (Here, ‘if you work hard’ is sub-ordinate clause and ‘you will shine in life’ is main or principal clause.)
The best way to detect Subordinate clause is that it begins with conjunctions like who, which, that, when, how, where, while, if, whether, because, since, as, though, although, till, until, unless, before, after, so that, whenever, wherever, whoever, whatever, etc.
Example:
-Though he lives in America, he speaks Bengali fluently.
- I know where he lives.
- I do not know what his name is.
- While there is life there is hope.
- We eat so that we can survive. 
III. Compound Sentence: যে sentence এ দুই বা ততোধিক Principal clause থাকে এবং clause গুলো coordinating conjunctions (For, And, Nor, But, Or, Yet, So) দ্বারা যুক্ত থাকে, তাকে Compound sentence বলে।
Or
নিরপেক্ষ দুই বা তার অধিক সরল বাক্য যদি কোন সংযোজক অব্যয় দ্বারা সংযুক্ত হয়ে একটি সম্পূর্ণ বাক্য তৈরী করে তখন তাকে Compound sentence বা যৌগিক বাক্য বলা হয়।
A compound sentence incorporates at least two principal clauses. These clauses linked by one or more coordinating conjunctions, punctuations or both.
Conjunctions that are used in compound sentences are and, or, but, for, not, also, thus, however, moreover, therefore, so, still, else, as well as, otherwise, accordingly, yet, not yet, but also, either or, neither nor, on the contrary, etc.
Coordinating conjunctions গুলো ‘fan boys’ শব্দ দ্বারা মনে রাখা সহজ।
He is poor but he is honest.
এখানে He is poor এবং he is honest দুটি Principal clause, coordinating conjunction, but দ্বারা যুক্ত হয়ে Compound sentence টি গঠিত হয়েছে।
আমরা এখন clause শব্দটির সাথে পরিচিত হব। কারণ উপরের Sentence এ clause শব্দটি ব্যবহার করা হয়েছে।
Clause: Clause হলো বাক্যের একটি অংশ যার একটি Subject ও একটি verb থাকে।  
Example:
- Respect others, and others will respect you.
- He loves us, but he does not show it.
- He is poor but happy.
- We searched him everywhere but did not find.







No comments

Powered by Blogger.